প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত কয়েক মাস ধরে মারাত্মক অসুস্থ ‘তোমার হাত পাখার বাতাসে’ খ্যাত কন্ঠশিল্পী আকবর আলী গাজী। এরইমধ্যে বেশ কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। হয়েছে অস্ত্রোপচার। খরচা হয়েছে অনেক টাকা। গত বুধবার ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে আকবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার তার ডান পায়ে ফের অস্ত্রোপচার করা হয়েছে। তবে তাতে তেমন লাভ হয়নি। পা-টি কেটে ফেলতে হতে পারে!
চিকিৎসকদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। পাশাপাশি তার মেয়েও ফেসবুকে বিষয়টি জানিয়েছেন।
গায়কের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘বৃহস্পতিবার ১৮ জন ডাক্তার মিলে বোর্ড মিটিং করেছেন। তারা জানিয়েছেন, এবার শারীরিক অবস্থা বেশি খারাপ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, কিডনির অবস্থা ভালো নয়, ডায়ালাইসিস করাতে হবে।’
আকবরের পায়ে পচন ধরেছে জানিয়ে কানিজ ফাতেমা বলেন, ‘পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। ডাক্তার বলেছেন, হয়তো পা কেটে ফেলতে হবে। কারণ জীবাণু হাড় পর্যন্ত পৌঁছে গেছে। পা এখন কেটে না ফেললে তা ছড়িয়ে পড়বে। ডাক্তাররা নানাভাবে বিষয়টি দেখছেন, দেখা যাক কি হয়। আপনারা ওর জন্য দোয়া করবেন। যাতে ও সুস্থ হয়ে আবার বাসায় ফিরতে পারে।’
এসব সমস্যা ছাড়াও আকবরের শরীরে সোডিয়াম, হিমোগ্লোবিন, ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে বলেও জানান কানিজ ফাতেমা।
এদিকে হাসপাতালে তোলা অসুস্থ আকবরের দুটি ছবি ফেসবুকে পোস্ট করে তার মেয়ে অথৈ লিখেছেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে।’
এরআগে, গত মে মাসে আকবরের পায়ের অস্ত্রোপচার করা হয়। তারপর বেশ ভালো ছিলেন তিনি। মাঝের চার মাসে স্টেজ শো পর্যন্ত করেছেন। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। তারপর হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, মোটরসাইকেল দুর্ঘটনায় গায়ক আকবরের পায়ের এমন দুরাবস্থা হয়েছিল। এছাড়া বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে পরিচিতি পাওয়া আকবর দীর্ঘ দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। আর ৫ বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।