Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে আয়নাবাজি হাউসফুল

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াতে দর্শককে মন জয় করার পর আয়ানবাজি এবার লন্ডনে আলোড়ন তুলেছে। বিশ্বের অন্যান্য স্থানগুলোর মত যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও হাউসফুল হবার গৌরব অর্জন করে। লন্ডনে সিনেমা হলের সামনে চলছে অসংখ্য দর্শকের ভিড়। বেশিরভাগ টিকিট আগেই শেষ হয়ে যাচ্ছে। ‘আয়নাবাজি’ দেখার সময় দর্শকের মধ্যে উচ্ছ¡াস ছিল লক্ষণীয়। দর্শকদের মতামত অনুযায়ী আয়নাবাজির গল্প, কাহিনী, অভিনয় ও গান মিলিয়ে অসাধারণ একটি সিনেমা। মনস্তত্তি¡ক থ্রিলার সিনেমাটি এখন লন্ডনের বিখ্যাত বলইয়েন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। হলটি লন্ডন ইস্ট হাম ৭-১১ বারকিং রোডের ইসিক্স ওয়ানপিডাবিøউতে অবস্থিত। বলইয়েন সিনেমা হল লন্ডনের একটি আদর্শ স্থানে অবস্থিত এবং জনপ্রিয় এ হলটিতে ২৫০ জন দর্শক একই সাথে বসে সিনেমা উপভোগ করার ব্যবস্থা রয়েছে। সিনেমাটি লন্ডনে পরিচালনা এবং প্রদর্শন করছে এ সেভেন এইট সিক্স স্টুডিও নামক লন্ডনের একটি আর্কিটেক্টচার এবং ক্রিয়োটিভ মিডিয়া প্রতিষ্ঠান। আয়নাবাজির প্রযোজক, জিয়াউদ্দিন আদিল বলেন আয়নাবাজি দেশে ব্যাপক সাফল্য অর্জনের পর সীমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আয়নাবাজি বিশ্বের অন্যান্য স্থানগুলোর মত লন্ডনেও প্রদর্শন হওয়া এবং এখানকার দশর্কদের ভালোবাসা অর্জন করাটা আমাদের দেশী চলচ্ছিত্রের জন্য গৌরব এবং সম্মান বয়ে এনেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ