Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম-নাজিরহাট লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে রেলমন্ত্রী

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : রেলের পূর্বাঞ্চলের চট্টগ্রাম-নাজিরহাট লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। একই সঙ্গে কাটিরহাট রেলওয়ে স্টেশনটি ভেঙে নতুন ভবন নির্মাণেরও ঘোষণা দেন মন্ত্রী।
গতকাল হাটহাজারী উপজেলার দুই নম্বর ধলই ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। ফটিকছড়িতে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
ধলই ইউনিয়নের চেয়ারম্যান মো: আলমগীর জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, সংস্কৃতবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব অসীম কুমার দে, আশুতোষ দে, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, এস এম নোমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজাহান মাহবুব, ছাত্রলীগ নেতা আলী আব্রাহা দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন চলাচলে ঐতিহ্যবাহী রুট হিসেবে পরিচিত।এই রুটে দীর্ঘদিন যাবত ট্রেন চলাচল করে আসছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের সেবা বাড়ানোর জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে রেলসেবা বাড়ানোর জন্য আমরা বেশকিছু কাজ হাতে নিয়েছি।
তিনি বলেন, আমি জানতে পেরেছি, একসময় এ রুটে পাঁচ জোড়া ট্রেন চলাচল করত। কিন্তু দীর্ঘদিন ধরে এই সংখ্যা কমে আসছে। রেলসেবা বাড়ানোর লক্ষ্যে এই রুটে ট্রেন সংখ্যা আরও বাড়াব। একই সঙ্গে কাটিরহাট জরাজীর্ণ রেলস্টেশনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। বেসরকারিভাবে কেউ ১৫ গ-া জায়গা দিতে পারলে হাটহাজারী ইউনিয়ন কমপ্লেক্স করে দেয়ার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘১৯৩০ সাল থেকে চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন চলাচল শুরু হয়। ১৯৮০ সালের দিকে ট্রেন চলাচল বন্ধ করে দেয়ার জন্য তৎকালীন সরকার চেষ্টা করে। কিন্তু এলাকার জনগণের দাবির মুখে পুরোপুরি বন্ধ করতে পারেনি। তবে ওই সময় সরকার ট্রেনের সংখ্যা কমিয়ে দেয়। বর্তমানে যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে এই রুটে। ট্রেনে যাত্রীর আগ্রহও বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ