Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু

১৮০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষে আদালত রায় দেবে পার্ক ক্ষমতায় থাকবেন কি থাকবেন না

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হের বিরুদ্ধে সাংবিধানিক আদালতে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে। তার অনুপস্থিতিতেই আদালতে শুনানি শুরু হয়। পার্ক গিউন হে আদালতে অনুপস্থিত থাকায় সাংবিধানিক আদালতের শুনানি স্থগিত করা হয়। ১৮০ দিনের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। এর মধ্যেই আদালত রায় দেবেন পার্ক গিউন হে ক্ষমতায় থাকবেন কি থাকবেন না। খবরে বলা হয়, দুর্নীতির অভিযোগে গত মাসে দেশটির পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসন করার পক্ষে ভোট দেন অধিকাংশ আইনপ্রণেতা। পার্লামেন্টের এই সিদ্ধান্ত বহাল অথবা খারিজ করার ক্ষমতা রয়েছে সাংবিধানিক আদালতের হাতে। পার্ক গিউন হের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে তার পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয়। প্রায় দুই মাস রাজধানী সিউলসহ দেশজুড়ে বিক্ষোভ চলছে। দীর্ঘদিনের বন্ধু চোই সুন-সিলকে সরকারে প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া এবং তাকে দুর্নীতির সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে পার্ক গিউন হের বিরুদ্ধে। চোই সুন-সিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে। পার্ক গিউন হে ও চোই সুন-সিল জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তারা। নয়জন বিচারকের তত্ত্বাবধানে সাংবিধানিক আদালতে অভিশংসন শুনানি গত মঙ্গলবার শুরু হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ