Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনপ্রিয়তা হারাচ্ছেন দঃ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সিওক-ইউল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১১:৫৪ এএম

আজ (সোমবার) স্থানীয় গণজরিপ সংস্থা রিয়েলমিটার প্রকাশিত এক সমীক্ষার ফলাফল বলছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সিওক-ইউলের প্রতি সেদেশের জনগণের সমর্থনের বর্তমান হার ৩৩.৪ শতাংশ, যা গত সপ্তাহ থেকে ১.২ শতাংশ কম।

তা ছাড়া, দক্ষিণ কোরিয়ার ৬৩.৮ শতাংশ নাগরিক প্রেসিডেন্ট ইউন সিওক-ইউলের প্রশাসনের কার্যক্রম সম্পর্কে নেতিবাচক মতামত দিয়েছেন। গত ১৪ থেকে ১৮ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ২৫১৬ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে এ সমীক্ষা পরিচালিত হয়।

রাজনৈতিক দলগুলোর সমর্থনের দিক থেকে বৃহত্ বিরোধী দল তথা কমন ডেমোক্রেটিক পার্টির প্রতি জনসমর্থনের হার ৪৮.১ শতাংশ, যা তার আগের সপ্তাহের তুলনায় ১.৩ শতাংশ বেশি।

আর ন্যাশনাল পাওয়ার পার্টির প্রতি সমর্থনের হার ৩৩.৮ শতাংশ, যা তার আগের সপ্তাহের তুলনায় ২.৩ শতাংশ কম। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ