Inqilab Logo

শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

দক্ষিণ কোরিয়ায় ইলন মাস্কের টেসলা-কে মোটা অংকের জরিমানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৯:১৭ পিএম

দক্ষিণ কোরিয়ার ফেয়ার ট্রেড কমিশন গতকাল (বুধবার) আমেরিকান বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা-কে ২২ লাখ মার্কিন ডলার সমমূল্যের ২৮৫ কোটি ওন জরিমানা করেছে। টেসলার বিরুদ্ধে অভিযোগ, কোম্পানি তার গাড়ির ব্যাটারির ক্ষমতা নিয়ে মিথ্যাচার করেছে।

কমিশন জানায়, ২০১৯ সালের আগস্টের শুরুতে, টেসলার অফিসিয়াল ওয়েবসাইটে কোম্পানির বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিলাইফ নিয়ে অতিরঞ্জন করা হয়। একবার ব্যাটারি চার্জ করলে গাড়ি যত দূরত্ব অতিক্রম করবে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়, বাস্তবে ঠাণ্ডা আবহাওয়ায় গাড়ি তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করতে পারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ইলন মাস্কের টেসলা জরিমানার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, টেসলা ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় নিজস্ব কার্যালয় ওপেন করে। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটি সেদেশে ৪৫,৮১২টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ