Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফেকে বৃদ্ধাঙ্গুলী দেখাল ফেনী-বারিধারা!

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ফিফার থিম সংগীত বেঁজেছে। বলবয়রা ফিফার ম্যাচ ফ্লাগ নিয়ে নির্দিষ্টস্থানে দাঁড়িয়েছে। তাদের পেছনে যথারীতি রেফারী ও সহকারী তিন রেফারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রস্তুত এগিয়ে যেতে। কিন্তু রেফারীদের পেছনে নেই কোন দলের খেলোয়াড়। অনেকটা ‘ঢাল নেই, তলোয়াড় নেই, নিধিরাম সর্দারের’ মতোই হেটে গেলেন তিন সহকারীকে নিয়ে রেফারী জসিমউদ্দিন। দৃশ্যটি গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’কে বৃদ্ধাঙ্গুলী দেখালো পেশাদার লিগের দল ফেনী সকার ও উত্তর বারিধারা ক্লাব। সদ্য সমাপ্ত জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেলিগেশন নির্ধারণী ম্যাচে মাঠে হাজির না হয়ে অপেশাদারী মনোভাব দেখালো তারা। নির্ধারীত ক্ষণ অনুযায়ী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল বিকাল সাড়ে তিনটায় ফেনী-বারিধারা  প্লেÑঅফ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। রেফরি, ম্যাচ কমিশনার সবাই নির্ধারিত সময়ে উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না দু’দলের খেলোয়াড়রা। ফলে খেলোয়াড় ছাড়াই রেফারিরা মাঠে নামেন। নিয়ম অনুযায়ী তারা ১৫ মিনিট অপেক্ষাও করেন এবং সময় শেষ হলে বাইলজ অনুযায়ী ম্যাচের শেষ বাশি বাজিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান তারা। এমন ঘটনার মধ্য দিয়ে দেশের ফুটবলে উদাহরণ হয়েই থাকলো ফেনী সকার ও উত্তর বারিধারা ক্লাব। কারণ এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। কোনও দলের মাঠে উপস্থিত না হওয়ার ঘটনা এটাই প্রথম। বিষয়টি নিয়ে হতাশ ম্যাচ কমিশনার ইব্রাহিম নেসার। তিনি বলেন, ‘আমি ২৫ বছর ধরে ম্যাচ কমিশনার ও রেফারি হিসেবে ফুটবলে দায়িত্ব পালন করেছি। কিন্তু দেশের ফুটবলে এমনটি হতে দেখিনি।’ তিনি জানান, তারা বিষয়টি বাফুফের ডিসিপ্লিনারী কমিটিকে জানাবেন।
দু’দলের পয়েন্ট (১৮) সমান হওয়ায় প্লে-অফ ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু গত ক’দিন ধরে ম্যাচ না খেলার নানা টালবাহানা করে দল দু’টি। লিগ কমিটি ম্যাচ আয়োজনের যাবতীয় প্রস্তুতি নিয়েছিল। এ প্রসঙ্গে পেশাদার লিগ কমিটির ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বলেন, ‘বাইলজ অনুযায়ী কোন দল প্রিমিয়ার লিগের কোন ম্যাচে অংশ না নিলে ধরে নিতে হবে ওই দল লিগে অংশ নেয়নি।’ তার কথা অনুযায়ী ফেনী সকার এবং উত্তর বারিধারার কোন পয়েন্টই লিগ টেবিলে যোগ হবে না। তারা বহিষ্কৃত হবে। কিন্তু একটু পরেই আবদুর রহিম বলছেন অন্যকথা, ‘এখানে তারা আমাদের লিগের নির্ধারিত সবগুলো ম্যাচই খেলেছে। এটা প্লে-অফ ম্যাচ। এটাকে আমরা কোন হিসেবে নেবো সেটা একটু বিবেচনা করেই তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’ তিনি যোগ করেন, ‘আমরা এর আগে লিগে ওয়াকওভার দিতে দেখেছি। কিন্তু প্লে-অফ ম্যাচে কোনও দল খেলতে আসেনি- এটা দেখিনি। ফেনী-বারিধারা প্লে-অফ না খেলার জন্য আমাদের চিঠি দিয়েছিলো। তবে লিগের বাইলজ অনুযায়ী আমরা ম্যাচের আয়োজন করেছিলাম।’
মঙ্গলবার ফেনী সকার ও উত্তর বারিধারা একসঙ্গে বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছে তারা প্লে-অফ খেলবে না। নিয়মতান্ত্রিকভাবে বিশ্বের অন্য কোন দেশে কোনও ক্লাব এভাবে সরাসরি খেলতে অস্বীকৃতি জানালে তাদের বহিষ্কার করার উদাহরণ রয়েছে। এ ঘটনায় বাফুফে এখন কী করবে? সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে গতকাল এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পেশাদার লিগ কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাফুফে

১২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ডিসেম্বর, ২০২১
২২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ