Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জরিমানা কমিয়েছে ১২ প্রতিষ্ঠানের

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২ প্রতিষ্ঠানের জরিমানা কমিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট, পেট্রোমেক্স রিফাইনারি, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, বি-রিচ লিমিটেড, ট্রান্সকন সিকিউরিটিজ লিমিটেড, আজম সিকিউরিটিজ লিমিটেড, এস. আর ক্যাপিটাল লিমিটেড, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফ্যাইন্স্যাসিয়াল সার্ভিসেস লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ, মতিন স্পিনিং মিলস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, পিএফআই সিকিউরিটিজের এক কোটি ৫০ লাখ টাকা জরিমানা থেকে কমিয়ে ৭৫ লাখ টাকা, আজম সিকিউরিটিজ লিমিটেডের জরিমানা সাত লাখ টাকা থেকে কমিয়ে চার লাখ টাকা, এস. আর ক্যাপিটাল লিমিটেডের জরিমানা পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে দুই লাখ টাকা, এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফ্যাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের জরিমানা ১৫ লাখ টাকা থেকে কমিয়ে পাঁচ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্সের এক কোটি টাকা জরিমানা থেকে সাত লাখ টাকা, পেট্রোমেক্স রিফাইনারি ৬০ লাখ টাকা জরিমানা থেকে ৩০ লাখ টাকা, প্রাইম ইসলামি সিকিউরিটিজের দুই কোটি ৫০ লাখ টাকা থেকে কমিয়ে এক কোটি টাকা, বি রিচ লিমিটেডকে করা পাঁচ লাখ টাকা জরিমানা থেকে কমিয়ে তিন লাখ টাকা, ট্রাস্টকন সিকিউরিটিজ লিমিটেডের জরিমানা পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে তিন লাখ টাকা, অলটেক্স ইন্ডাস্ট্রিজের জরিমানা পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে এক লাখ টাকা, ফিনিক্স ইন্স্যুরেন্সের জরিমানা পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে এক লাখ টাকা এবং মতিন স্পিনিং মিলসের জরিমানা ১৬ লাখ টাকা থেকে কমিয়ে ১২ লাখ টাকা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ