Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

র‌্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়েছেন মুস্তাফিজ

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ১৩ মাস পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তনেও ফেলে দিয়েছেন সাড়া বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফরে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুই ম্যাচে চার উইকেটে এক লাফে ২৯ ধাপ এগিয়েছেন এই কাটার মাস্টার। ছিলেন ৫৮তম স্থানে, সেখান থেকে বছরের প্রথম দিনে আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে উঠে এসেছেন ২৯ নম্বরে। রেটিং পয়েন্টেও বিস্ময়র উন্নতি হয়েছে মুস্তাফিজুরের। ক্যারিয়ার সেরা ৫৩৪ রেটিং পয়েন্ট এখন সাতক্ষীরার এই ছেলেটির। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে চার উইকেট পেয়ে বাংলাদেশ দলের আর এক পেস বোলার তাসকিন আহমেদ আট ধাপ উপরে উঠে এখন অবস্থান করছেন ৭৮তম স্থানে। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩৭ ধাপ উপরে উঠে এখন তিনি ১৩৩ নম্বরে করছেন অবস্থান। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ওয়ানডে বোলিংয়ে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ৬ নম্বরে। মাশরাফি বিন মর্তুজা আছেন ১৪ নম্বরে। বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়ে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে পড়লেও ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছেন তিনি ১৯তম স্থানে। তামীম সেখানে আছেন ৬১৯ নম্বরে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান ৩৪ নম্বরে।
ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ( ৯০২) নিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড পেস বোলার ট্রেন্ট বোল্ট সবার উপরে। তবে সেরা রেটিং পয়েন্ট ৭৬৬ থেকে ৭১৮ তে নেমে গেছেন এই কিউই পেস বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ হেরে বাংলাদেশ হারিয়েছে তিন রেটিং পয়েন্ট। ৯৫ থেকে নেমে গেছে বাংলাদেশ ৯২-এ। তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অবস্থান যথারীতি সাত-এ বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে ৮ নম্বরে অবস্থান পাকিস্তানের (৮৯ পয়েন্ট)। বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৮৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাঙ্কিং


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ