Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ৫১টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অবকাশকালীন ছুটি শেষে আজ সোমবার ২ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। গত ১৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অবকাশকালীন ছুটিতে রয়েছেন উভয় বিভাগের বিচারপতিরা।
বিজ্ঞপ্তিতে হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠনের বিষয়ে বলা হয়, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো: আতাউর রহমান খান একত্রে বসবেন। এ বেঞ্চে দুদক, ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র এবং ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল শুনানি করবেন। বিচারপতি মো: মিজানুর রহমান ভ‚ঞা একক বেঞ্চে বসবেন। তিনি ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল, ফৌজদারি রিভিশন ও রেফারেন্স মোকদ্দমা শুনানি করবেন।
বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক এবং বিচারপতি ফরিদ আহমেদ একত্রে বসবেন। দেওয়ানি মোশন, প্রথম আপিল, প্রথম আপিল (প্রবেট), প্রথম বিবিধ আপিল শুনানি অনুষ্ঠিত হবে এই বেঞ্চে। বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি মো: ফারুক (এম ফারুক) একত্রে বেঞ্চে বসবেন। ভ্যাট, কাস্টমস, ইনকামট্যাক্স, প্রশাসনিক ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতাধীন বিষয় ব্যতীত সকল রিট মোশন শুনানি করবেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দ এক বেঞ্চে বসবেন। ভ্যাট, কাস্টমস, ইনকামট্যাক্স, প্রশাসনিক ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতাধীন বিষয় ব্যতীত সকল প্রকার রিট মোশন শুনানি হবে এই বেঞ্চে। বিচারপতি ফরিদ আহাম্মদ একক বেঞ্চে বসবেন। সহকারী জজ ব্যতীত অন্য বিচারকের আদেশ ও ডিক্রির বিরুদ্ধে অনূর্ধ্ব ছয় লাখ টাকা মানের মামলা শুনানি করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবকাশ

৩০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ