Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিমকোর্টে অবকাশকালীন বেঞ্চ জরুরি মামলার শুনানি হবে

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকারি ও সাপ্তাহিক ছুটি এবং অবকাশ মিলিয়ে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তির জন্য আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চে জনগুরুত্বপূর্ণ জরুরি মামলা শুনানি হবে। অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন আপিল বিভাগে জরুরি মামলা বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চেম্বারকোর্টে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৬ অক্টোবর বেলা ১১টা থেকে এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ১৮, ২৫ সেপ্টেম্বর এবং ২, ৯, ১৯ ও ২৩ অক্টোবর বেলা ১১টা থেকে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন।
এ অবকাশকালীন বেঞ্চকে হাইকোর্ট বিভাগে জরুরি মামলা নিষ্পত্তির জন্য ২৭টি বিচারিক বেঞ্চ গঠন করান সুনির্দিষ্ট এষতিয়ার দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞার একক বেঞ্চ, বিচারপতি মো. এমদাদুলের একক বেঞ্চ, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর দ্বৈত বেঞ্চ, বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হক সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি ভবানী প্রসাদ সিংহর একক বেঞ্চ, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর একক বেঞ্চ এবং বিচারপতি সহিদুল করিমের একক বেঞ্চ দেওয়ানি সংক্রান্ত জরুরি মামলা শুনানি ও নিষ্পত্তি করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিমকোর্টে অবকাশকালীন বেঞ্চ জরুরি মামলার শুনানি হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ