নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ০-৩ এ ওয়ানডে সিরিজ হারের পর সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটের নেতৃত্বটা মুশফিকুরের হাত থেকে নিয়ে মাশরাফির উপর অধিনায়কত্বে রেখেছে আস্থা বিসিবি। ওয়ানডে ক্রিকেটে বদলে যাওয়া বাংলাদেশ দলের সূচনাটা তার হাত ধরেই। টানা ৬টি দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজের ট্রফি জিতেছে বাংলাদেশ তার অধিনায়কত্বে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ ছড়াও ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিরা বাংলাদেশ দলের কাছে হয়েছে পর্যুদস্ত এই সময়ে। ওয়ানডে র্যাংকিংয়ে ৯ থেকে বাংলাদেশকে ৭ এ উঠিয়ে এনেছেন তিনিই। সিরিজ জয়ের রেকর্ড থেমেছে গত অক্টোবরে। তবে ইংল্যান্ডের কাছে সিরিজ হাতছাড়া করার (১-২ এ হার) কষ্টটা তেমন পোড়ায়নি বাংলাদেশ দলকে। কারণ তিনটি ম্যাচের তিনটিতেই লড়েছে বাংলাদেশ। অথচ মাশরাফির অধিনায়কত্বে দেখা অবিশ্বাস্য স্বপ্ন ভঙ্গ হয়েছে এবার নিউজিল্যান্ড সফরে। ক্যাপ্টেনসি ক্যারিয়ারের এ দফায় ২৮ মাস পর পেলেন মাশরাফি বড় ধরনের ধাক্কা। ২৮ মাস আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইট ওয়াশের দুঃসহ স্মৃতিই যেনো ফিরে পেয়েছে এবার নিউজিল্যান্ড সফরে। সিরিজের দ্বিতীয় ম্যাচে মুশফিকুরের ইনজুরিটা সিরিজ জুড়ে বাংলাদেশ দলকে ভুগিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় উইকেট জুটির ৭৫ রানে জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ দল শেষ ৯ উইকেট হারিয়েছে ৭৯ রানে। এ রান আউটেই বদলে গেছে দৃশ্যপট। শেষ ওয়ানডে ম্যাচেও দারুন সম্ভাবনার জানান দেয়া ওপেনিং জুটির ১০২ রানের পরও ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। শর্ট থার্ডম্যানে নিল ব্রæমের অবিশ্বাস্য ক্যাচে ইমরুলের ফিরে যাওয়ার মধ্য দিয়ে শুরু বিপর্যয়, ১৩৪ রানে পড়েছে ১০ উইকেট! উইকেটহীন ১০২ রানে এক পর্যায়ে স্কোরটা যেখানে স্বপ্ন দেখিয়েছে ৩শ’ ছাড়িয়ে যাওয়ার, সেই ইনিংসটাই থেমেছে ২৩৬ এ! মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং শেষ ম্যাচেও দাঁড়াতে হয়েছে আসামির কাঠগড়ায়।
সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানে হারের কারণ হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়ে ছেড়েছিলেন মাশরাফি বোলারদের মাত্রারিক্ত শর্ট বল এবং ফিল্ডারদের বাজে ফিল্ডিংকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ইমরুল কায়েসের রান আউটের মধ্য দিয়ে এক দমকা হাওয়ায় ছিন্ন ভিন্ন বাংলাদেশ। এই ব্যাটিং বিপর্যয়ের কারণ হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপর ক্ষোভ প্রকাশ পেয়েছিল মাশরাফির কথায়। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হারের ব্যাখ্যা দেয়ার ভাষাই যেনো খুঁজে পাচ্ছেন না মাশরাফিÑ ‘যেভাবে হেরেছি এর কোন ব্যাখ্যা নেই। হারের ব্যাখ্যাটা দেওয়া অনেক কঠিন। ড্রেসিং রুমে বসে ধরে নিয়েছিলাম আজ স্কোরটা অনেক বড় হবে। তামিম-ইমরুল যেভাবে খেলছিল এমন শুরু কিন্তু আমরা সচরাচর করতে পারি না। ১০২ রানের ওপেনিং পার্টনারশিপের পর, ৭/৮ জন ব্যাটসম্যান ড্রেসিংরুমে থাকায় আশা করছিলাম, অনেক বড় স্কোর হবে। মিডলঅর্ডার যেভাবে ধসে পড়ল, তা কল্পনায়ও কেউ ভাবেনি।’
মানসিক দৃঢ়তার ক্ষেত্রে প্রতিবন্ধকতাকেও কারণ হিসেবে দেখছেন মাশরাফিÑ ‘এক-দুইটা উইকেটে পড়ে যাওয়ার পর থিতু হয়ে যে ব্যাট করতে হবে, এখানে তা করতে পারিনি। ওরা যে মানসিকতা নিয়ে ব্যাট করেছে, আমরা সেই মানসিকতা নিয়ে ব্যাট করতে পারিনি। বার বার ব্যাটিংয়ে ধস হচ্ছে। হয়তো আমরা মানসিকভাবে ততটা দৃঢ় ছিলাম না বলেই এমনটা হচ্ছে। খেলোয়াড়দের মনোসংযোগের ঘাটতি ছাড়া এর জন্যে আর কাউকে দায়ী করব কিভাবে?’ মুশফিকুরের ইনজুরিতে যে এলোমেলো হয়ে গেছে মিডল অর্ডার, তা মনে করছেন মাশরাফিওÑ ‘মুশফিককে হারানোর পর আরও বেশি একতাবদ্ধ পারফরম্যান্স দরকার ছিল, তা পারিনি আমরা।’
সিরিজে পরিচ্ছন্ন ব্যবধানে নিউজিল্যান্ড জয়ের পরও দু’দলের খেলোয়াড়দের মধ্যে স্বিলের ব্যবধান দেখতে পাননি মাশরাফিÑ ‘ব্যবধানটা মানসিকতায়। স্কিলের দিক থেকে আমরা ওদের মতোই।’ এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো মনোযোগ দিতে চান মাশরাফিÑ ‘আমাদের এখন মনোযোগ দিতে হবে, সুযোগ তৈরি হলে তা যে কোনো ভাবে কাজে লাগানোর দিকে। সুযোগ হাতছাড়া হতে দেওয়া যাবে না।’
পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিংয়ে ব্যতিক্রম শুধু দুই বাঁ হাতি ওপেনার। তিন ম্যাচে বাংলাদেশ দলের রানের সমষ্টি যেখানে ৬৮৭, সেখানে এই দু’জনের অবদান ২৩২! কাঁধের অস্ত্রোপচারের কারণে ৫ মাস পর খেলতে নেমে হাফ ফিট সিরিজের প্রথম ম্যাচে পেয়েছেন ২ উইকেট এই কাটার মাস্টার (২/৬২)। দ্বিতীয় ম্যাচ বিশ্রামে কাটিয়ে শনিবার ফিরেই দিয়েছেন আঁতকে। নিউজিল্যান্ডের ২ ব্যাটসম্যানকে এদিন ফেরাতে পেরেছে বাংলাদেশ, ওই ২টি উইকেটই পকেটে পুরেছেন মুস্তাফিজুর রহমান (২/৩২)। মুশফিকুরের ইনজুরিতে ওয়ানডে অভিষেকে ৩ ডিসমিসাল এবং ২৪ রানের ইনিংসের পর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে লড়াকু ৪৪ রানে প্রতিভার জানান দিয়েছেন নুরুল হাসান সোহান। এসব বিচ্ছিন্ন পারফরমেন্স পাচ্ছে মাশরাফির প্রশংসাÑ ‘আমরা নিজেদের কন্ডিশনে যা পেরেছি, তা পারিনি এখানে। তবে ব্যক্তিগত কিছু পারফরম্যান্স হয়েছে। প্রথম ম্যাচে সাকিব ভালো খেলেছে। তামিম আজকেও (গতকাল) রান করলো, ইমরুল আগের ম্যাচের মতো এ ম্যাচেও রান পেয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।