Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি-টোয়েন্টির ঐক্য ও সহযোগিতার জন্য কাজ করে যাবে যাবে চীন: মুখপাত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ৮:২৪ পিএম

জি-টোয়েন্টি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার একটি প্রধান মঞ্চ। চীন এর সদস্যদেশগুলোর সাথে যৌথভাবে, জি-টোয়েন্টির ঐক্য ও সহযোগিতা এগিয়ে নিতে কাজ করে যাবে।

আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, বিশ্বের অর্থনীতি স্থিতিশীলভাবে পুনরুদ্ধার করা, এবং বৈশ্বিক উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে জি-টোয়েন্টিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ, জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বর্তমানে ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং অংশ নিচ্ছেন। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুখপাত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ