Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় পুতিনের মুখপাত্রের পরিবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

ইউক্রেইনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিচ্ছে তার সর্বশেষটিতে রুশ ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্রের পরিবারের তিন সদস্য এবং একাধিক আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার ওয়াশিংটন এ নতুন নিষেধাজ্ঞা জারি করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার ‘সর্বাত্মক হামলা’ শুরুর পর একাট্টা পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। রাশিয়া ইউক্রেনে যে মাত্রার হামলা চালাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশ এর চেয়ে বড় হামলার মুখে পড়েনি। শুক্রবারের মার্কিন নিষেধাজ্ঞায় যারা পড়েছেন তাদের মধ্যে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান ভিটিবি ব্যাংকের পরিচালনা পরিষদের ১০ জন এবং রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ১২ সদস্যও আছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। মার্চের শুরুর দিকেই পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শুক্রবারের নিষেধাজ্ঞায় তার স্ত্রী ও প্রাপ্তবয়স্ক দুই সন্তানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। “তারা বিলাসী জীবনযাপন করেন, যা সরকারি কর্মচারী পেসকভের বেতনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ,” বিবৃতিতে বলেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে রয়টার্স ক্রেমলিনের প্রতিক্রিয়া চাইলেও তাৎক্ষণিকভাবে তা পাওয়া যায়নি। মার্কিন নিষেধাজ্ঞায় ‘টার্গেট’ করা ব্যক্তিদের মধ্যে নোভিকমব্যাংকের চেয়ার এলেনা জর্জিভাসহ পরিচালনা পরিষদের ৪ সদস্য, এবিআর ম্যানেজমেন্ট ও তাদের ৪ পর্ষদ সদস্য, যার মধ্যে ব্যাংক রুশিয়ার চেয়ার দিমিত্রি লেবেদেভ এবং সেইন্ট পিটার্সবার্গের ভাইস গভর্নর ভ্লাদিমির নিয়াগিনিনও আছে, বলছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় পুতিনের মুখপাত্রের পরিবার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ