বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবাশিস চক্রবর্তী প্রতিষ্ঠানটির নতুন মুখপাত্র হয়েছেন। শুভঙ্কর সাহা ২০১৭ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান। এরই প্রেক্ষিতে গভর্নর ফজলে কবির নতুন মুখপাত্র হিসেবে দেবাশিস চক্রবর্তীকে দায়িত্ব দেন। এছাড়াও সহকারী মুখপাত্র হিসেবে আছেন ব্যাংকের মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ ও উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।
জানা গেছে, দেবাশিস চক্রবর্তী নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে কর্মরত ছিলেন। এর আগে গত মার্চে নির্বাহী পরিচালক হওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।