Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চীনা ঋণ-ফাঁদ’ তত্ত্ব পশ্চিমা মিথ্যাচার বৈ কিছুই নয়: চীনা মুখপাত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২২, ৬:৪৯ পিএম

আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, কথিত ‘চীনা ঋণ-ফাঁদ’ তত্ত্বের কোনো ভিত্তি নেই। তা পশ্চিমাদের মিথ্যাচার।

ওয়াং ওয়েন পিন জোর দিয়ে বলেন, কিছু পশ্চিমা রাজনীতিক ও তথ্য-মাধ্যম বাস্তবতা উপেক্ষা করে কথিত ‘চীনা ঋণ-ফাঁদ’ তত্ত্ব সৃষ্টি এবং বিস্তার করেছে। তাদের লক্ষ্য হচ্ছে চীন ও উন্নয়নশীল দেশসমূহের সম্পর্ক ও সহযোগিতাকে নষ্ট করা। তারা উন্নয়নশীল দেশসমূহের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তবে অনেক উন্নয়নশীল দেশ ও আন্তর্জাতিক সমাজ তাদের এ মিথ্যাচারকে পাত্তা দেবে না।

gcdlcj, চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) জানায়, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশব্যাপী প্রকৃত বিদেশি পুঁজির ব্যবহারের পরিমাণ ছিল ৭৯৮.৩৩ বিলিয়ন ইউয়ান, তা গত বছরের একই সময়ের চেয়ে ১৭.৩ শতাংশ বেশি।

একই সময় সেবা শিল্পে প্রকৃত বিদেশি পুঁজি ব্যবহারের পরিমাণ ছিল ৫৯৮.৯২ বিলিয়ন ইউয়ান, তা ১০ শতাংশ বেশি। আর উচ্চ প্রযুক্তি শিল্পে বিদেশি পুঁজি ব্যবহারের পরিমাণ ৩২.১ শতাংশ বেড়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ