বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বির্তকিত শিক্ষানীতি বাতিল ও পাঠ্যপুস্তক সংশোধন করা না হলে দেশে ইসলাম-মুসলমান থাকবে না। তাই সরকারের এই ভ্রান্তনীতির বিরুদ্ধে আন্দেদালনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের নবনির্বাচিত মুখপাত্র আবদুল কাদির। গতকাল ছাত্র ঐক্যের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় তিনি এ কথা বলেন। বিদায়ী মুখপাত্র ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ হারুনুর রশীদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম আল আমিন, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল মাসউদ খান, ইসলামী ছাত্রসমাজের মহাসচিব মুহাম্মাদ নুরুজ্জামান, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল আবদুর রহীম সাঈদ, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক আবদুর রহমান, ছাত্র মজলিসের মুহিবুর রহমান।
সভায় সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদির, মুখপাত্র, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আবুল হাশিম সমন্বয়কারী, খেলাফত ছাত্র আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসহাক মাহমুদ, অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।