মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসন্ন নোরুজের (ইরানি নববর্ষ) ছুটিতে প্রায় এক কোটি তীর্থযাত্রী এবং দর্শনার্থীকে স্বাগত জানানোর আশা করছে ইরানের পর্যটন নগরী মাশহাদ।
রোববার খোরাসান রাজাভির গভর্নর-জেনারেলের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএসএনএ এই খবর জানিয়েছে।
ইয়াকুবলী নাজারি বলেন, আমরা নোরুজের সময় আনুমানিক প্রায় ১ কোটি তীর্থযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি। সংশ্লিষ্ট সংস্থাগুলি ৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী এই ভ্রমণ তরঙ্গ পরিচালনায় কঠোর পরিশ্রম করছে।
খোরাসান রাজাভি প্রদেশের রাজধানী এবং ইরানের পবিত্রতম ও দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ প্রতিদিন হাজার হাজার দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানায়।
খোরাসান রাজাভি বিমানবন্দরের মহাপরিচালকের দেয়া তথ্যমতে, শিয়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান মাশহাদে বিদেশী ভ্রমণকারীর সংখ্যা চলতি ইরানী বছরের প্রথমার্ধে ৩১১ শতাংশ বেড়েছে। এক বছরের আগের একই সময়ের তুলনায় এই পর্যটক সংখ্যা বেড়েছে।
মাহমুদ আমানিবানি বলেন, বছরের প্রথমার্ধে ৭ লাখ ৬৩ হাজারের বেশি বিদেশী বিমানযাত্রী মাশহাদে এসেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১১ শতাংশ বেশি।
সূত্র: তেহরান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।