Inqilab Logo

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী

জয়ের আশায় মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

মার্চের ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ মালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জয়ের প্রত্যাশা নিয়েই মালদ্বীপ যাচ্ছে লাল-সবুজরা। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা জানান বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘মালদ্বীপের সঙ্গে আমাদের সাম্প্রতিক রেকর্ড ভাল নয়। সেখানে গিয়ে জিততে পারিনি। তবে এবার সেই রেকর্ডের পরিবর্তন আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। মালদ্বীপের পর সিলেট- আশাকরি ফিফা উইন্ডোর দুই প্রীতি ম্যাচেই আমরা জিততে পারবো। দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট চাই আমরা।’ ২৪ মার্চ মালেতে মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে জামাল ভূঁইয়া বাহিনী। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পর ২৯ মার্চ সিলেটে দ্বিতীয় প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
মধ্য জানুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব নিতে ঢাকায় আসেন নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিন মাস ধরে ভেন্যু থেকে ভেন্যুতে ছুটে ২৩ সদস্যের জাতীয় দল চূড়ান্ত করেন তিনি। বাংলাদেশ তথা প্রথমবার কোনো দেশের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট ক্যাবরেরার। দ্বায়িত্ব পেয়ে যেমন রোমাঞ্চিত তেমনি টেনশনও কাজ করছে ক্যাবরেরার মধ্যে। তার কথায়, ‘প্রথম ম্যাচের আগে তো অবশ্যই আমার টেনশন কাজ করবে, বড় দায়িত্ব। আমার যদি টেনশনই না হয়, তবে আমি কিসের পেশাদার কোচ।’ আপাতত ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চান ক্যাবরেরা,‘আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। এখন আমরা দুই ম্যাচের প্রতিপক্ষকে নিয়েই ভাবছি। আমি কোনো কনফিউশন রাখতে চাই না, আমি ধারনা তৈরি করেছি। এখন আমার পরিকল্পনা এই ধারনা বাস্তবায়ন করা এবং সেটা খেলোয়াড়দের বোঝানো। খেলোয়াড়রা যাতে এটার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে।’
২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচে দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত থাকবে বলে কাল জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি। তিনি বলেন,‘যাতে সর্বোচ্চ সংখ্যক দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারেন আমরা সেই চেষ্টা করবো। দর্শকদের প্রবেশাধিকার স্বাস্থ্যগত বিষয়ে সিলেট জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবে বাফুফে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়ের আশায় মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ