Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজবাড়ীতে জুয়ার বোর্ড থেকে সামগ্রীসহ ৮ জুয়ারু গ্রেপ্তার

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৯ পিএম

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরাথপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে জুয়ার সামগ্রীসহ ৮ জুয়ারুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) দিনগত রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বরসহ সঙ্গীয় ফোর্স রাজবাড়ী সদর থানার মুলঘর ইউনিয়নের ভগিরাথপুর গ্রামের মোঃ আনোয়ার শেখের মুদির দোকানের সামনে ফাঁকা জায়গায় থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরাথপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোঃ জাকির শেখ (৩৫), মোঃ আনোয়ার শেখের ছেলে মোঃ মাসুদ রানা (৩৮), মোঃ আবুল বাশারের ছেলে মোঃ লিটন শেখ (৩৬), মোঃ শাহজাহান বেপারীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪০), মৃত জলিল পাটোয়ারির ছেলে মোঃ আঃ রহিম (৫৫), মোঃ আব্দুল মতিনের ছেলে মোঃ আবুল হোসেন (৫৩), মোঃ শাহজাহান বেপারীর ছেলে আঃ রশিদ (৪৮) এবং একই ইউনিয়নের রশড়া গ্রামের মৃত কিতাবদী শেখের ছেলে মোঃ আব্দুল শেখ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ