বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : জাতীয় আইনগত সহায়তা সংস্থার বিদায়ী পরিচালক (সিনিয়র জেলা জজ) মালিক আব্দুল্লাহ আল আমিনের অবসরজনিত বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় মহিলা সংস্থা ভবনের সভাকক্ষে বিদায়ী পরিচালকের বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মোস্তাফিজুর রহমান, সরকারি বেসরাকারি পর্যায়ের আইন সহায়তার কার্যক্রমের দাতাগোষ্ঠি ও প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা লিগ্যাল এইড অফিসারগণ ও প্যানেল আইনজীবী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক আবেদা সুলতানা। এসময় আইন সচিব বলেন, বর্তমান সরকার জাতীয় হেল্পলাইন কলসেন্টার ১৬৪৩০ চালু করেছেন। আগামীতে সরকারি আইনি সেবার কার্যক্রম আরো শক্তিশালী হবে। সংস্থাটির বিদায়ী পরিচারক বলেন, অতি অল্প সময়ের মধ্যে তিনি নিজস্ব দায়-বোধ থেকে সরবারি আইন সহায়তার সেবা নিশ্চিত করে গেছেন। ভবিষ্যতে আইনি সেবার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় আইনি সেবার বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপনা পেশ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।