রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন টিকাদান কেন্দ্রগুলোতে সেবা পাচ্ছে না রোগিরা। হাসপাতালে শিশুদের জন্য টিকা নিতে আসা অভিভাবকদের কাছ থেকে এসব অভিযোগ পাওয়া গেছে। ঘাঘর থেকে সোহেল খন্দকার, জাঠিয়া থেকে গোবিন্দ, পিনজুরী থেকে ইমরান ও পবনারপাড় থেকে আসা শিশুদের কয়েকজন অভিভাবকরা বলেন- এলাকায় টিকাদান কেন্দ্র কোথায় এবং কবে দেয়া হবে আমরা কিছুই জানি না, তারপরও এলাকায় গিয়ে কর্মীদের খোঁজ করি কিন্তু না পেয়ে বাচ্চাদের নিয়ে হাসপাতালে আসলে এখান থেকে বলা হয়, ডাক্তার নার্স কিছুই নেই, আপনারা এলাকায় যান, এভাবে ২/৩ দিন করে আসি, এখনও শিশুদের টিকা দিতে পারি নাই, এতে করে শিশুদের নিয়ে দুশ্চিন্তায় আছি।
এদিকে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জরুরি বিভাগের ডাক্তার ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এ সময় অন্যান্য ডাক্তারদের কক্ষ তালাবদ্ধ দেখা গেছে। অপর দিকে হাসপাতালের এক্সরে, ডেন্টাল ও চক্ষু বিভাগ প্রায়ই বন্ধ থাকে। চিকিৎসা নিতে আসা রোগিরা কখনই এ সকল বিভাগ থেকে চিকিৎসা পাচ্ছে না ফলে দূরদুরান্ত থেকে আসা রোগিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরকার স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার নির্দেশ দিলেও এখানকার জনসাধারন তার নূন্যতম কোন সুফল পাচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, প্রত্যেক ইউনিয়নে সপ্তাহে ২দিন ৩ জন করে এইচএ শিশুদের টিকা প্রদান করে। রোগিরা হয়তো কেন্দ্র চিনে না, তাই অনেক সময় হাসপাতালে চলে আসে, তবে কেন্দ্রে গিয়ে নাম লেখাইয়ে টিকা নিলে ভালো হয়। আর সময় মত না দিতে পারলে তেমন কোন সমস্যা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।