Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রেল সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : রেলে সেবার মান বাড়ছে। নতুন ইঞ্জিন ও বগি আমদানীর পর রেলে যাত্রীর সংখ্যাও বাড়ছে। ঢাকা-সিলেট রুটের একটি ট্রেনে ৭৪টি আসন বৃদ্ধি পেয়েছে। সিলেট-ঢাকা রুটের অপর একটি ট্রেনেরও সমান সংখ্যক আসন বৃদ্ধি করা হয়েছে। রেল কর্মকর্তারা জানান, পুরাতন ভাবধারা থেকে বের হয়ে এসে রেলকে যাত্রী সাধারণের কাছে আরও বেশি জনপ্রিয় ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন চলছে। ট্রেনের মান উন্নয়নের পাশাপাশি সাধারণ শ্রেণি ও উচ্চ শ্রেণির বগি সংযোজন এবং আসন সংখ্যা বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম-ঢাকা রুটে নতুন ট্রেন সোনার বাংলা চলাচল শুরু হয়েছে। এ ট্রেনে দৈনিক ১ হাজার ১৬৮ জন যাত্রী চলাচলের সুবিধা রয়েছে। মোহনগঞ্জ এক্সপ্রেস নামে ঢাকা-মোহনগঞ্জ রুটেও একটি নতুন ট্রেন চালু হয়েছে। এ ট্রেনে ১ হাজার ৩৩০ জন যাত্রী চলাচলের সুবিধা রয়েছে। টিকিট ক্রয়ের জন্য অনলাইন ব্যবস্থা চালু হয়েছে। যার ফলে যাত্রীগণ যেকোন স্টেশন থেকে যে কোন গন্তব্যের টিকিট ক্রয় করতে পারছেন। অনলাইনের মাধ্যমে আসন খালী থাকা সাপেক্ষে এক স্টেশনের কোটা টিকিট অন্য স্টেশন থেকে বিক্রয়েরও ব্যবস্থা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ