Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়েনি সেবার মান

পাসপোর্টে যাত্রীর সংখ্যা বৃদ্ধি

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী যাতায়াত আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি বেড়েছে সরকারের রাজস্ব। তবে সেবার মান বাড়ানো হলে আরও বেশী রাজস্ব পাবে সরকার এমন অভিমত যাত্রীদের। এদিকে যাত্রীসেবার মান আরও বাড়ানো হবে বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভৌগোলিক অবস্থাগত দিক থেকে কোলকাতা, চেননাই, মাদ্রাজ, দার্জিলিংসহ ভারতের বিভিন্ন জেলার সাথে হিলির সড়ক ও ট্রেন যোগাযোগ অনেক ভালো থাকায় চিকিৎসা নিতে যাওয়া রুগি, শিক্ষার্থী, ভ্রমনকারিরা এবং দেশী-বিদেশী নাগরিক সহজ পথে চলাচলের জন্য এই হিলি চেকপোস্ট বেছে নিয়েছে। আর এ কারনে যাত্রী যাতায়াতও বেড়েছে এই পথে।

পাসপোর্ট যাত্রীরা জানান, পিছু ছাড়ছেনা সেই সনাতন পদ্ধতিতে যাত্রীদের ব্যাগেজ তল্লাসী। নেই ব্যাংক সুবিধা, নেই রেস্টুরেন্ট। হিলি চেকপোস্টটির একমুখি পথ ধরে পন্য আমদানি-রপ্তানির পাশাপাশি ঝুঁকির মাঝে যাতায়াত করতে হচ্ছে।

এদিকে কাস্টমস সুত্রে জানা গেছে, গেলো ১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো এক বছরে ১ লাখ ৬৮ হাজার ২৩৫ জন দেশী-বিদেশী নাগরিক পাসপোটে এই হিলি চেকপোস্ট দিয়ে যাতায়াত করেছে। এর মধ্যে করমুক্ত ৯৪২ জন ছাড়াই ৮৫ হাজার ২৮৫ জন বহিঃগমন যাত্রীদের কাছে হিলি কাস্টমস ভ্রমন কর থেকে রাজস্ব আয় করেছে ৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৫ শত টাকা। হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা মুজিবুর রহমান জানান, গত ১ বছরে বর্হিগমনে দেশী-বিদেশী নাগরিকদের কাছে থেকে ভ্রমন কর থেকে রাজস্ব আয় করেছে ৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৫ শত টাকা। যাত্রী সেবার মান বাড়ালে রাজস্ব বেড়ে উঠবে দ্বিগুন।


সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
হাকিমপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আ.লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারুন উর রশিদ হারুন।
গত শনিবার রাতে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে মতবিনিময় করেন উপজেলা নির্বাচনে আওয়ামীলীর মনোনীত প্রার্থী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল হক রুবেল, সহসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সিনিয়র সাংবাদিক ডা. আলতাফ হোসেন, মুরাদ ইমাম কবির, শফিকুল ইসলাম শফি, মোফাজ্জল হোসেন, রমান বসাক, রবিউল ইসলাম সুইট প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাড়েনি সেবার মান

১৮ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ