Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কালোনি চান, সিদ্ধান্ত মেসি-ডি মারিয়ার

২০২৬ বিশ্বকাপে খেলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দুজনের বয়স ৩৫। চার বছর পরের বিশ্বকাপ নিয়ে দুজনেই আছেন দোটানায়। লিওলেন মেসি যেমন নিশ্চিত করে বলেননি খেলবেন কি-না। আর অ্যাঞ্জেল ডি মারিয়া কদিন আগে বলেন, অত দূরের স্বপ্ন দেখছেন না তিনি। এ বিষয়ে নিজের অবস্থান এবার পরিষ্কার করলেন লিওনেল স্কালোনি। ২০২৬ বিশ্বকাপে এই দুই তারকার খেলা, না খেলার সিদ্ধান্ত আর্জেন্টিনা কোচ ছেড়ে দিলেন তাদের ওপরই।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। স্কালোনির হাত ধরেই ওই আসরে আর্জেন্টিনা নোঙর ফেলবে মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে। গত ডিসেম্বরে লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপের স্বাদ পায় আর্জেন্টিনা, সব মিলিয়ে তৃতীয়। এরপর থেকে স্কালোনি, মেসি ও ডি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে চলছে নানা মুখী আলোচনা।

চার বছর পরের বিশ্বকাপের সময় মেসি ও ডি মারিয়ার দুজনের বয়স হবে চল্লিশের কাছাকাছি। ফুটবলের দৃষ্টিকোণ থেকে ওই বয়সে দুজনের খেলা অসম্ভব না হলেও খুব কঠিন। কাতার বিশ্বকাপ জয়ের পর মেসিও তাই পরের আসরে খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি। কদিন আগে ডি মারিয়াও জানান, ২০২৬ বিশ্বকাপে নিজেকে না দেখার কথা। বরং আগামী বছরের কোপা আমেরিকা খেলতে পারলে তিনি খুশি হবেন বলে জানান এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে পরের বিশ্বকাপে মেসিকে খেলতেই হবে, এমন দাবিও তোলেন রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা।

এদিকে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপের পর আরেকটি শিরোপা এনে দেওয়া কোচ স্কালোনির সঙ্গে দেশটির ফুটবল ফেডারেশনের নতুন চুক্তির বিষয়টিও ঝুলে আছে অনেক দিন। টিওয়াইসি স্পোর্টস অবশ্য জানিয়েছে, দুই পক্ষের চুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছে। অর্থাৎ আলবিসেলেস্তেদের মুকুট ধরে রাখার মিশনে ডাগআউটে থাকবেন স্কালোনি।

মেসি ও ডি মারিয়া মুকুট ধরে রাখার মিশনে স্কালোনির সঙ্গী হবেন কিনা, সে প্রশ্নের উত্তর তাই দিতে হয়েছে স্কালোনিকেই। গতপরশু সিরি ‘আ’য় বর্ষসেরা কোচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কালোনি। সেখানেই গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি ছেড়ে দিলেন দুই খেলোয়াড়ের ওপর, ‘পরের বিশ্বকাপে খেলার বিষয়ে লিওকে (মেসি) সিদ্ধান্ত নিতে হবে। যদি তার শরীর ঠিকঠাক সাড়া দেয়, তাহলে আমার দিক থেকে বলব, সে সেখানে থাকবে। মেসিকে নিয়ে যে কথা বলেছি, একই কথা ডি মারিয়ার বেলায়ও প্রযোজ্য। যতক্ষণ তার শরীর সইতে পারবে, তাকে সবসময় ডাকা হবে।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আক্রমণভাগেও উজ্জ্বল ছিলেন মেসি। সাত গোল করে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিলেন এই মহাতারকা। মরুভ‚মির বিশ্বকাপে আক্রমণের সুর বেঁধে দেওয়ার পাশাপাশি ডি মারিয়া লুসাইলের ফাইনালে করেছিলেন এক গোল। বিশ্বকাপের পর আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে পা রাখবে আগামী মার্চে। পানামা ও সুরিনামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন শুরু করবেন কোচ স্কালোনিও।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডি মারিয়া

৮ জানুয়ারি, ২০২২
৯ নভেম্বর, ২০২০
১৯ মার্চ, ২০১৯
২৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ