Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ হতে পারেন ডি মারিয়াও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম


সময়টা ভালো যাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। লিগ ওয়ানে প্রথম দুটি ম্যাচেই হেরে গেছে দলটি। তার উপর তাদের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার আছেন বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার আরেক সেরা তারকা আনহেল দি মারিয়াও কঠিন শাস্তির সম্মুখীন হতে পারেন বলে সংবাদ প্রকাশ করেছে ফরাসি গণমাধ্যমগুলো।
গত রোববার অলিম্পিক মার্সেই ও পিএসজির মধ্যকার ম্যাচজুড়ে উত্তেজনা ছিল তুঙ্গে। শেষ দিকে দুদলের লড়াইটি সত্যিকার অর্থেই রূপ নিয়েছিল ‘লড়াই’য়ে। বাগ-বিতÐায় জড়িয়ে পড়া পিএসজির তিন আর মার্সেইয়ের দুই ফুটবলারকে দেখানো হয় লাল কার্ড। তাদের মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান নেইমারের নামও। আলভারো গঞ্জালেজের মাথার পেছনে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। মারামারির ঘটনার আগে মার্সেইয়ের ডিফেন্ডার গঞ্জালেজকেই থুতু দেন দি মারিয়া। সে কারণেই নিষিদ্ধ হতে পারেন এ আর্জেন্টাইন তারকা।
ম‚লত টেলিফুট চ্যানেলের বরাতে একটি ভিডিও ফুটেজ আগের দিন থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যায়, একটি ট্যাকলকে কেন্দ্র করে স্প্যানিশ গঞ্জালেজের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দি মারিয়া। তর্ক-বিতর্কের এক পর্যায়ে থুতু ছুঁড়ে মারেন এ আর্জেন্টাইন। যা গিয়ে লাগে গঞ্জালেজের মাথায়। সঙ্গে সঙ্গে অবশ্য রেফারির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তিনি। তবে তখন বিষয়টি এড়িয়ে যান রেফারি। এমনকি ভিএআরেও ধরা পড়েনি কিছু। অথচ প্রযুক্তির সহায়তা নিয়েই নেইমারকে লাল কার্ড দিয়েছিলেন রেফারি। তবে মাঠে শাস্তি এড়াতে পারলেও এবার না-ও বেঁচে যেতে পারেন দি মারিয়া। এ প্রসঙ্গে লিগের রেফারি কমিটির টেকনিক্যাল ডিরেক্টর প্যাসকল গ্যারিবিয়ান বলেছেন, ‘ভিএআর তখন এ ফুটেজটি খুঁজে পায়নি। তার মানে এমন নয় যে, ঘটনাটি ঘটেনি। তবে এমন কোনো ভিডিও চিত্রও পাওয়া যায়নি যা দিয়ে সুস্পষ্টভাবে বিষয়টি প্রমাণ করা যাবে।’
জানা গেছে, লিগ ওয়ান কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে। আর তাতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ছয় ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন দি মারিয়া। অন্যদিকে, গঞ্জালেজকে মাথায় আঘাত করায় সাত ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার। আর এমনটা হলে বেশ সমস্যায় পড়বে পিএসজি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডি মারিয়া

৮ জানুয়ারি, ২০২২
৯ নভেম্বর, ২০২০
১৯ মার্চ, ২০১৯
২৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ