Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএসজির ত্রাতা ডি মারিয়া

ফের নিষ্প্রভ মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এখনও নিজের সেরাটা মেলে ধরতে পারেননি লিওনেল মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তিন গোল করলেও লিগ ওয়ানে জালের দেখা পাননি। ফ্রান্সের ঘরোয়া ফুটবলের শীর্ষ আসরে পাঁচ ম্যাচে সবমিলিয়ে ৩২৫ মিনিট খেলে গোলশূন্য তিনি।
গতপরশু রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লিলের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মেসি। কিন্তু পেশির সমস্যায় থাকা আর্জেন্টাইন তারকাকে প্রথমার্ধ শেষে উঠিয়ে নেন তার স্বদেশি কোচ মরিসিও পচেত্তিনো। মেসিকে ছাড়াই অবশ্য ঘুরে দাঁড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয় তারকাখচিত পিএসজি।
ম্যাচের ৩১তম মিনিটে জোনাথান দাভিদের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী লিল। সেই লিড তারা ধরে রেখেছিল লম্বা সময় পর্যন্ত। স্বাগতিক পিএসজিকে যখন চোখ রাঙাচ্ছিল হার, তখনই জ্বলে ওঠে দলটি। শেষদিকে দুবার লক্ষ্যভেদ করে তারা ছিনিয়ে নেয় জয়। ৭৪তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার কাটব্যাকে সমতা ফেরান মার্কুইনোস। এরপর নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে নায়ক বনে যান ডি মারিয়া নিজেই। নেইমারের পাসে বাঁ পায়ের কোণাকুণি শটে নিশানা ভেদ করেন তিনি। লিলের বিপক্ষে পাওয়া ২-১ গোলের জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে থাকা পিএসজি। ১২ ম্যাচে তাদের অর্জন ৩১ পয়েন্ট। দুইয়ে থাকা লঁসের চেয়ে তারা এগিয়ে আছে ১০ পয়েন্টে। লঁস অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
বিরতির আগে ভুগতে দেখা যাচ্ছিল রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে। পারছিলেন না নিজের স্বাভাবিক খেলা দেখাতে। প্রথমার্ধের শেষদিকে ডি-বক্সের একটু সামনে ফ্রি-কিক পেলেও ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি। নাটকীয় জয়ের পর মেসির পেশির সমস্যার সবশেষ খবর দেওয়ার পাশাপাশি তাকে উঠিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন পিএসজি কোচ পচেত্তিনো, ‘আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। সতর্কতার অংশ হিসেবে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। সে খেলা আর চালিয়ে যেতে পারত না। কিন্তু এটা বড় কোনো ইস্যু না। আগামী ম্যাচে তাকে পাওয়া যাবে।’
পিএসজির পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে। আগামী বুধবার রাতে জার্মান ক্লাবটির মাঠে খেলতে নামবে তারা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আসরের ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে প্যারিসিয়ানরা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে ম্যানচেস্টার সিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডি মারিয়া

৮ জানুয়ারি, ২০২২
৯ নভেম্বর, ২০২০
১৯ মার্চ, ২০১৯
২৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ