Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

লালমনিরহাটে ২ জঙ্গির ১৪ বছর কারাদন্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ পিএম

 নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সংগঠনের দুইজন সক্রিয় সদস্যকে আজ লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ১৪ বছর করে কারাদন্ড দিয়েছেন। দুপুরে আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে জেএমবি সদস্য রাকিবুল ইসলাম রাকিব ও একই উপজেলার পুর্ব সিন্দুর্না এলাকার আমিনুর রহমানের ছেলে নাহিদ হাসান।
লালমনিরহাট আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ২০১৭ সালে ২৯ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় জেএমবি সদস্য রাকিবুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। নাশকতামূলক গোপন বৈঠক করাকালীনে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বাড়ির মালিক রাকিবুলকে আটক করা হয়। এসময় ওই বাড়ি থেকে একটি মোবাইল, ২টি ডায়েরি ও ২২টি জিহাদী বই উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার মামলার তদন্ত কর্মকর্তা।
মামলাটির দীর্ঘ শুনানী শেষে রোববার দুপুরে দুই আসামীর উপস্থিতিতে মামলা রায় ঘোষণা করেন লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। রায়ে জঙ্গি রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হাসানকে সন্ত্রাস আইনে ১৪ বছর করে কারাদন্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের হাজতে থাকা সময় সাজা থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
এ মামলায় অভিযুক্ত বাকি ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাস প্রাপ্তরা হলেন- মেহেদি হাসান মিশান, হাসানুল বান্না ও জামাল উদ্দিন।
আদালতের সরকারী কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ