Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে সরকারি জমি দখল ও কাজে বাধায় আ.লীগ নেতার কারাদণ্ড

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৩ পিএম

টাঙ্গাইলের সখিপুরে ১নং খতিয়ানভুক্ত সরকারি খাস জমি জবর-দখল করে ঘর নির্মাণের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মোস্তফা খান রাজিব (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা উপজেলার প্রতিমাবংকী গ্রামের শোলাপ্রতিমা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।রাজিব টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বাসাইল পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন স্ট্যান্ড এলাকার বজলুর রহমান খানের ছেলে।আদালত সূত্র জানা যায়, উপজেলার প্রতিমাবংকী গ্রামের শোলাপ্রতিমা এলাকায় সরকারি ১নং খাস খতিয়ানের এসএ ৯১নং দাগে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ এর কাজ চলছে। শুক্রবার দুপুর ১টার দিকে আওয়ামী লীগ নেতা রাজিবের নেতৃত্বে শতাধিক লোক স্টেডিয়াম নির্মাণাধীন ওই জমিতে হঠাৎ টিনের ঘর নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।ভ্রাাম্যমাণ আদালতের টের পেয়ে সবাই পালিয়ে গেলেও রাজিব বাক-বিতন্ডা ও আদালতকে হুমকি দেয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই বান্ডিল টিন ও কাঠ জব্দ করেন।আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, সরকারি জমি জবর-দখলের চেষ্টা, সরকারি কাজে বাধা ও আদালতকে হুমকির অপরাধে পেনাল কোর্টের ১৮৬ ও ১৮৯ ধারায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন , সাজাপ্রাপ্ত রাজিবকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ