Inqilab Logo

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মেয়াদ শেষের আগেই পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৮ এএম

নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। ২০২৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডেভিড ম্যালপাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চলতি বছরের জুন মাসের শেষে তিনি পদত্যাগ করবেন। তবে পদ ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক যে পদ্ধতিতে ঋণ দেয় তা পরিবর্তন করতে চেয়েছিলেন ম্যালপাস। এ ছাড়া বেশ কিছু বিষয়ে নিয়ে সম্প্রতি মার্কিন চাপে ছিলেন তিনি।
ম্যালপাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত। ট্রাম্পই তাকে এই পদে মনোনীত করেছিলেন। ২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদত্যাগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ