মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের স্বাধীন ও জনপ্রিয় গণমাধ্যম নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) প্রেসিডেন্ট সুপর্ণা শর্মাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা পদত্যাগ করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বড় কর্তারা একযোগে পদত্যাগ করেন। -রয়টার্স
ভারতের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী আদানি গ্রুপ এনডিটিভির ৬৫ ভাগ নিয়ন্ত্রণ নেওয়ার পর দায়িত্বশীল অনেকে সরে যাচ্ছেন। এনডিটিভির চিফ স্ট্র্যাটেজিক অফিসার (সিএসও) অরজিৎ চ্যাটার্জি, চিফ টেকনোলজি অ্যান্ড প্রডাক্ট অফিসার কাওয়ালজিৎ সিং বেদিও পদত্যাগ করেছেন। এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় এবং রাধিকা রায় গত বছরের ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন।
ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ প্রথমে এনডিটিভির মালিকানা কেনার চেষ্টা চালায়। কিন্তু এতে ব্যর্থ হয়ে তারা প্রতিষ্ঠানটির অধিকাংশ শেয়ার কিনে এর নিয়ন্ত্রণ নেয়। এনডিটিভি নিয়ন্ত্রক সীমাবদ্ধতার কথা বলে আদানি গ্রুপকে ঠেকানোর কয়েক দফা ব্যর্থ চেষ্টা চালায়।
ভারতে যে কয়েকটি স্বাধীন গণমাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এনডিটিভি। কিন্তু আদানি গ্রুপ এটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আশঙ্কা করা হচ্ছে, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারাবে প্রতিষ্ঠানটি। এই আশঙ্কা থেকে একবারে শুরুতেই প্রধান নির্বাহী সম্পাদক রাভিস কুমার পদত্যাগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।