Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নালিতাবাড়ীতে তক্ষকসহ তিন অবৈধ কারবারিকে গ্রেপ্তার

শেরপুরে জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২১ পিএম

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ী এলাকার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া
গ্রাম থেকে তক্ষকসহ তিন অবৈধ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩
ফেব্রুয়ারী রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। পরে আজ বিকেলে নালিতাবাড়ী উপজেলার
সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের মনির হোসেন (২৭), শেরপুর সদর উপজেলার
রঘুনাথপুর গ্রামের মোশারফ হোসেন (২৬) ও সদর উপজেলার মুন্সিরচর গ্রামের
সাইফুল ইসলাম (২৫) কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া
গ্রামের মৃত ইসহাকের ছেলে আবদুল মালেকের বাড়িতে মূল্যবান বন্যপ্রাণী
তক্ষক কেনা-বেচার উদ্দেশ্যে তিন ব্যক্তি একত্রিত হয়েছে- এমন গোপন
সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয়
ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালায়।
এসময় মনির হোসেন, মোশারফ হোসেন ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের
দেওয়া তথ্যের ভিত্তিতে একটি তক্ষক উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন,
গ্রেপ্তারকৃত তিন কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর মঙ্গলবার
তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ