Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ঝিনাইগাতী (শেরপুর) থেকে প্রতিনিধি | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২০ পিএম

শেরপুরের গারো পাহাড়ের শ্রীবরদীতে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (১৪ ফেরুয়ারি) ভোরে ঢাকার বাড্ডা থানার সাতারকুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব। ২০২০ সালের ১৪ অক্টোবর আসামীর অনুপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদন্ড অনাদায়ে অর্থদন্ড দেন আদালত। পর থেকেই আসামী পলাতক ছিলেন। আসামী নজরুল ইসলাম (৪২) উপজেলার বাবেলাকোনার নইমুদ্দিনে ছেলে। দু’সন্তানের জনক। র‌্যাব জানায়, শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাসের মেয়ে আজেদার সাথে নইমুদ্দিনে ছেলে নজরুলের বিয়ে হয়। আজেদা বাবার বাড়ীতেই থাকতো। অভাব-অনটনের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। দাম্পত্য জীবনে দুটি সন্তান জন্মগ্রহণ করে। ২০০৮ সালের মে মাসের ২৩ তারিখে নজরুল শ্বশুর বাড়ীতে এসে স্ত্রীকে নিজ বাড়ীর দিকে টেনে হেছড়ে নিয়ে যেতে থাকে। পাশের ধান ক্ষেতে নিয়ে ধারালো দায়ে গলা কেটে হত্যা করে। আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করে। স্বাক্ষ্য গ্রহণ শেষে ২০২০ সালের ১৪ অক্টোবর নজরুলকে দোষী সাব্যস্ত করে অনুপস্থিতিতেই যাবজ্জীবন কারাদন্ডসহ অনাদায়ে অর্থদন্ডের আদেশ দেন আদালত। পরে র‌্যাব তথ্য-উপাত্ত ও প্রযুক্তির মাধ্যমে অভিযানে মঙ্গলবার ভোরে ঢাকার বাড্ডা থানার বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানের সামনে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিতে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা প্রেরক: এস. কে. সাত্তার. ঝিনাইগাতী ( শেরপুর ) প্রতিনিধি.



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ