Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় মীর ও তার ব্যান্ডদল নিয়ে কনসার্ট

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঢাকায় আসছেন মীরাক্কেলের জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী ও তার ব্যান্ড দল ব্যান্ডেজ। আগামী ২০ জানুয়ারি বসুন্ধরা এলাকায় আইসিসিবি মাঠে গাইবেন তারা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে এ কনসার্টে থাকবে ফ্যাশন ও ফায়ার শোসহ বেশ কিছু পর্ব। ফান্টাবুলাস ট্যুরিজম নাইট নামের এ আয়োজন সমন্বয় করছে ল্যামবার্ডস। ব্যান্ডেজ ছাড়াও এতে গান গাইবেন তিন দেশের শিল্পীরা। ভারত থেকে আসছেন পূর্ণদাস বাউল, কলকাতার সারেগামাপার তানভির হোসেন, অভিনয়শিল্পী শ্রদ্ধা পÐিত, মিস ইন্ডিয়া-২০০৮ সিমরান কর মন্ডি। থাকছেন নেপালের গায়িকা সুজাতা ভার্মা। বাংলাদেশ থেকে পরিবেশনায় থাকবে ব্যান্ড দূরবীন ও আরশী। এ ছাড়া দেশীয় শিল্পীদের মধ্যে অংশ নেবেন ইমন, নীরব, জায়েদ খান, অমৃতা, বিপাশা কবির, আঁচলসহ ৩০ শিল্পী। এদিকে মীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কনসার্টটি ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কোনও বিশেষ কারণে তা পিছিয়ে যায়। আশা করছি, নতুন সূচিতে ঢাকার দর্শকদের সঙ্গে আবার দেখা হবে। তিনি বলেন, এর আগে দেশ টিভি ও ঢাকা ক্লাবের একটি অনুষ্ঠানে ব্যান্ডেজ অংশ নিয়েছিলাম। তবে এবারই ঢাকায় এত বড় পরিসরে আমরা গাইব। এদিকে ল্যামবার্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ সামস বলেন, মূলত পর্যটন নিয়ে প্রচারণার জন্য এ আয়োজন। দেশের পাশাপাশি আমাদের প্রতিবেশী দুই দেশের শিল্পীদের কাছ থেকে বাংলাদেশের কথা শোনাতেই এমন আয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনসার্ট

২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ