Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স ও চিরকুট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

আগামী ৬ মে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এই আয়োজন করেছে। এতে পারফর্ম করবে বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ডদল জার্মানির স্করপিয়ন্স। তাদের সাথে পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড দল চিরকুট। স্করপিয়ন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে। তাতে জানানো হয়েছে, নিউ ইর্য়কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ঐতিহাসিক কনসার্টের জন্য আমরা প্রস্তুত। আগামী ৬ মে অনুষ্ঠিত হবে দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবে বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ডদল চিরকুট। স্করপিয়ন্সের সাথে একই মঞ্চে পারফর্ম করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত চিরকুট। ব্যান্ডটির দলনেতা শারমীন সুলতানা সুমি বলেন, পৃথিবীর অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়ন্স। মানুষের সংকট এবং প্রয়োজনে গান গেয়ে সময়কে বদলে দিয়ে কালোত্তীর্ণ হয়েছে দলটি। দলটির অফিশিয়াল পেজে যখন শ্রদ্ধার সঙ্গে চিরকুটের নাম দেখি, তখন মনে হয় খুব একটা ভুল পথে হাঁটিনি। সুমি বলেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উৎসবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আগামী ৬ মে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্করপিয়ন্সের সঙ্গে স্টেজ শেয়ার করবে চিরকুট। আমরা গর্বিত, আনন্দিত। উল্লেখ্য, ম্যাডিসন স্কয়ারের এই আয়োজনটি হবে ঐতিহাসিক। ১৯৭১ সালের ১ আগস্ট এই স্থানে ৪০ হাজার দর্শক নিয়ে কনসার্ট হয়েছিল। যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের জন্য তহবিল গঠন ও স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেয়াই ছিল এই কনসার্টের মূল লক্ষ্য। সেই মঞ্চে পারফর্ম করেছিলেন, জর্জ হ্যারিসন, বব ডিলান, রবি শঙ্কর, লিয়ন রাসেল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স ও চিরকুট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ