Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কনসার্ট ও বিশ্বকাপ ট্রফি’র সাথে ছবি তোলার সুযোগ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

দেশে ফিফা বিশ্বকাপ ২০২২ ট্রফি ট্যুর উপলক্ষে আয়োজন করা হচ্ছে বিশাল পরিসরে কনসার্ট। ৯ জুন আর্মি স্টেডিয়ামে বিকাল থেকে রাত পর্যন্ত এই কনসার্ট আয়োজন করছে কোক স্টুডিও বাংলা। কনসার্টে গাইবে নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালনসহ কোক স্টুডিও বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতা। ইতোমধ্যে শিল্পীরা প্রতিদিন রিহার্সেল করছেন। কনসার্ট উপভোগ করা ছাড়াও দর্শকরা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। বিকেল ৪টা থেকে কনসার্টটি চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্ট উপভোগ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০, ৬০০ মিলির যেকোনো ৩টি বোতলের ক্যাপের নিচের ৩টি ইউনিক কোড দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। এভাবেই স¤পন্ন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। পাওয়া যাবে স্পেশাল পাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনসার্ট ও বিশ্বকাপ ট্রফি’র সাথে ছবি তোলার সুযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ