Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে চোরাইকৃত অটোরিক্সা ও মোটর সাইকেল সহ ২ চোর গ্রেপ্তার

রাউজান(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩২ পিএম

রাউজানে চোরাইকৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা ও একটি মোটর সাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে দুইজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় উপ-পরিদর্শক কানু লাল অধিকারী ও অসিম কুমার ভৌমিক এবং সহকারী উপ-পরিদর্শক সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্স নিয়ে রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ টু জলিল নগর সড়ক থেকে দুজনকে গ্রেপ্তার করেন।একই সঙ্গে চোরাইকৃত সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেল জব্দ করেন।গ্রেপ্তার দুইজন হলেন রাউজান সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের খলিলাবাদ গ্রামের মো. আবু শাহাদাতের ছেলে আবু তৈয়ব ওরফে বড় মনা (৩১) ও বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে সরোয়ার আলম নিশান (৩১)। রাউজান থানার( ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন ইনকিলাবকে বলেন,সিএনজি চালিত অটোরিক্সা নম্বর ও মালিকের মোবাইল নম্বরের কয়েকটি অক্ষর মুছে ফেলায় মালিক সনাক্ত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মালিকানা নিশ্চিত হওয়া গেলে আইনি পক্রিয়ায় আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে গাড়ি। গ্রেপ্তার দুজনের মধ্যে বড় মনার বিরুদ্ধে পূর্বের ৭টি এবং নিশানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।এদিকে মোটর সাইকেল চোর চক্রটি আমিরহাট বাজার থেকে বিগত সময়ে বেশ কয়েকটি মোটর সাইকেল চোরি করে নিয়ে গেলেও চোর কিংবা মোটর সাইকেলের হদিস পাওয়া যায়নি।সর্তাকুলের আনোয়ার,বাজার ব্যবসায়ি মাওলানা হাছানের চুরি হওয়া মোটর সাইকেল এখনো উদ্বার হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ