Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুুলিশী অভিযানে আসামির মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় পুলিশের অভিযানের মধ্যে এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম মো. নাসির উদ্দিন ওরফে কসাই নাসির (৫৫)। তিনি বায়েজিদের পশ্চিম শহীদ নগর এলাকার মৃত বজল আহমদের ছেলে। গতকাল শুক্রবার ভোরে বায়েজিদের শহীদ নগর এলাকায় চুরির মামলার ওই আসামিকে গ্রেফতারে অভিযান চালানোর সময় আসামির মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা এই অভিযান চালায়। পুলিশ বলছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, ফটিকছড়িসহ জেলার বিভিন্ন স্থানে গরু চুরি বেড়েছে। গ্রেফতার এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে কসাই নাসিরের নাম আসে। এজন্য জেলা গোয়েন্দা পুলিশ তাকে ধরতে শহিদনগর এলাকায় তার বাসায় যায়। কিন্তু পুলিশ বাসায় প্রবেশ করার আগেই তার স্বজনেরা চিৎকার শুরু করেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। এতে সাধন বিকাশ চাকমা নামে বায়েজীদ বোস্তামী থানার এক কনস্টেবল আহত হন। ইতিমধ্যে নাসিরও অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তাকে না ধরে চলে আসে।
নাসিরের স্বজনেরা বলেন, হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসার পাশের পুকুর থেকে নাসিরের লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে হাসপাতালে নেয়া হয়। জানা গেছে, পুলিশ আসামি ধরতে দরজা ভাঙতে গেলে অভিযুক্ত জানালা দিয়ে পালিয়ে পুকুরে ঝাঁপ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ