Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রমণাত্মক ক্রিকেটের হুঙ্কার কিউই অধিনায়কের

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সর্বশেষ ২টি ওয়ানডে সিরিজে হার যেনো একটু বেশিই তাঁতিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। নিজেদের মাটিতে এমনিতে শ্রেষ্ঠত্বের অতীত তাদের। নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে কোনো ফরমেটের ক্রিকেটে হারেনি নিউজিল্যান্ড। ২০০৭-০৮ এবং ২০১০ সালে ২টি হোম ওয়ানডে সিরিজের দু’টিতেই বাংলাদেশকে করেছে বিধ্বস্ত কিউইরা। বিপরীতে বাংলাদেশের কাছে ২০১০ এবং ২০১৩ সালে দুই দুইবার হোয়াইট ওয়াশের যন্ত্রণাও ভোলেনি কিউইরা। বিশ্বকাপে নিজেদের মাঠে ২৮৯ স্কোরে নিউজিল্যান্ডকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে বাংলাদেশ, সেই অতীতও মাথায় আছে তাদের। গত মার্চে কোলকাতায় মুস্তাফিজের ভয়ঙ্কর বোলিংয়ে (৫/২২) নিরপেক্ষ ভেন্যুতে টি-২০তে কেঁপে ওঠার অতীতটাও চেখের সামনে আনতে হচ্ছে কিউইদের।
ওয়ানডেতে দারুণভাবে আবির্ভূত হওয়া বাংলাদেশ বদলে গেছে একদল তরুণের পারফরমেন্সে। মুস্তাফিজুর, মিরাজ, সাব্বির, সৌম্যদের পেয়ে অন্য এক বাংলাদেশকে দেখছে বিশ্ব। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২টি দ্বি-পাক্ষিকওয়ানডে সিরিজে হারের বদলা নিতে তাই আজ থেকে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে অবতীর্ণ হওয়ার আগে নিকট অতীতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ডকে সমীহ করতে হচ্ছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসকেÑ ‘ ওয়ানডেতে তারা পুরোপুরি থিঁতু একটা দল। ওয়ানডে ক্রিকেটে তারা একটা অভিজ্ঞ ইউনিট। প্রতি বছরই তারা ভালো থেকে ভালো করছে। দেশের মাটিতে ওদের হারানো খুবই কঠিন। নিজেদের মাঠে ওরা প্রায় সবাইকে হারিয়েছে। দেশের বাইরেও ওরা অভিজ্ঞ হচ্ছে।’
ওয়ানডে র‌্যাংকিংয়ে বর্তমানে ৪ নম্বরে থাকা অবস্থানটা সুসংহত রাখার চ্যালেঞ্জটা তাই কিউদের ফেলে দিয়েছে চাপে। বক্সিং ডে তে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অবতীর্ণ হয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার হুঙ্কার দিয়েছেন কেন উইলিয়ামসÑ‘ বক্সিং ডের ম্যাচ বলে দারুণ শিহরিত আমরা। দ্রæত তাদের উইকেট নিতে আক্রমণাত্মক ক্রিকেটের দিকে তাকিয়ে আছি আমরা। তার জন্য আমরা আমাদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছি।’
সাম্প্রতি সময়টা ওয়ানডেতে খুব একটা ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। বিশ্বকাপ পরবর্তী সময়ে ব্রান্ডন ম্যাককালামের হাত থেকে অধিনায়কত্ব কেন উইলিয়ামসের হাতে যাওয়ার পর এই সময়ে নিউজিল্যান্ড ৮টি ওয়ানডে সিরিজের ৪টিতে হেরেছে। যেখানে বিশ্বকাপ পরবর্তী ৬টি সিরিজের মধ্যে ১টি মাত্র হেরেছে বাংলাদেশ দল। প্রতিবেশী অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে হার নিয়েও মিডিয়ায় সমালোচনা হচ্ছে ঢের। সে কারণেই ছন্দে ফেরা ক্রিকেট উপহার দিতে মনোযোগী কেন উইলিয়ামস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধিনায়ক

২৯ এপ্রিল, ২০২২
১৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ