Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরার লড়াইয়ে তিন অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

পাকিস্তান সফরের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা প্যাট কামিন্সের সামনে হাতছানি আরেকটি অর্জনের। ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। মার্চ মাসের সেরার লড়াইয়ে তার প্রতিপক্ষ দুই অধিনায়ক, পাকিস্তানের বারব আজম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট।
গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গতকাল সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।
পাকিস্তানের মাটিতে দুই যুগ পর খেলতে গিয়ে টেস্ট সিরিজে জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচের লড়াইয়ে জেতে ১-০ ব্যবধানে। সফরকারীদের এই সাফল্যে বল হাতে বড় অবদান রাখেন অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে যাওয়া কামিন্স। রান জোয়ারের প্রথম দুই ম্যাচ হয় ড্র। সেখানে বোলারদের তেমন কিছু করার ছিল না। লাহোরে পাকিস্তানকে ১১৫ রানে হারানো শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করেন কামিন্স। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অধিনায়ক ৫৬ রানে নেন ৫ উইকেট, পরের ইনিংসে তার শিকার ছিল ২৩ রানে তিনটি। সিরিজে ২২.৫০ গড়ে ১২ উইকেট নেন কামিন্স। এই পারফরম্যান্স তাকে প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে জায়গা করে দিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল টেস্ট সিরিজ হারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বাবর। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে করেন ৩৯০ রান। সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অধিনায়ক খেলেন রেকর্ড গড়া ১৯৬ রানের ইনিংস। যা টেস্টে তার ক্যারিয়ার সেরাও। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজেও হেসেছে বাবরের ব্যাট। তিন ওয়ানডের দুটি হয়েছে গত মাসে। যেখানে প্রথম ম্যাচে করেন ৫৭ রান। দ্বিতীয়টিতে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৩৪৯ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়া ম্যাচে এই ব্যাটসম্যান খেলেন ১১৪ রানের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে গত মাসে টেস্ট সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ব্র্যাথওয়েট। ক্যারিবিয়ান অধিনায়ক তিন টেস্টের সিরিজে ৮৫.২৫ গড়ে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে করেন সর্বোচ্চ ৩৪১ রান। জেতেন সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার। ব্রিজটনে হওয়া দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাঁচানোর নায়ক ছিলেন ব্র্যাথওয়েট। ৪৮৯ বলে ১৬০ রানের ম্যারাথন ইনিংসের পর খেলেন অপরাজিত ৫৬ রানের আরেকটি চমৎকার ইনিংস।
মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টোন, অস্ট্রেলিয়ার ব্যাটার র‌্যাচেল হেইন্স ও দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেরার লড়াইয়ে তিন অধিনায়ক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ