Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাবি প্রো-ভিসি ও আইসিটি সেন্টারের পরিচালককে প্রাণনাশের হুমকি

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়োগ পরীক্ষা বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং আইসিটি সেন্টারের প্রশাসককে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টায় নগরীর টিকাপাড়ায় অবস্থিত প্রো-ভিসির বাসায় গিয়ে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি তাকে হুমকি দিয়ে আসে। একই সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় শিক্ষকদের কোয়ার্টারে অবস্থিত আইসিটি সেন্টারের প্রশাসক প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যার বাসায় ১০ থেকে ১২ জনের একটি শসস্ত্র দল তাকে হুমকি দিয়ে আসে।
প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান বলেন, গত ‘বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে আমার বাড়ির আশেপাশে ৫০ থেকে ৬০ জন লোক এসে মহড়া দেয়া শুরু করে। তারা আমার বাড়ির লোককে ডাকাডাকি করে। এ সময় আমি বাসায় না থাকায় বাসার কেউ বাইরে বের হয়নি। পরে তারা নিয়োগ পরীক্ষা বন্ধ না করলে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমকি

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ