Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ফের অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুর, দেওয়ালে ভারত-বিরোধী স্লোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৮:৪৩ পিএম

এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার। ফের অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুর। একইসঙ্গে ভারতবিরোধী স্লোগান লেখা হয়েছে মন্দিরের দেয়ালে। গতবারের মতোই এবারও অভিযুক্ত স্থানীয় খলিস্তানপন্থীরা। গত ১০ জানুয়ারি মঙ্গলবার মেলবোর্ন শহরের একটি হিন্দু মন্দিরে হামলা হয়েছিল। এবারের ঘটনাটি ভিক্টোরিয়া প্রদেশের। গত সোমবার ঘটলেও তা অস্ট্রেলিয়ার একটি ডিজিটাল সংবাদমাধ্যম মারফত প্রকাশ্যে আসে বুধবার। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার ভিক্টোরিয়া প্রদেশের প্রাচীন শ্রী শিব বিষ্ণু মন্দিরে হামলা হয়। স্থানীয় তামিল হিন্দুরা সম্প্রতি থাই পোঙ্গল উৎসবের অংশ হিসেবে দেবতার দর্শনে মন্দিরে এসেছিলেন, তখনই নজরে পড়ে মন্দিরে ভাঙচুর হয়েছে। এছাড়াও মন্দিরের দেয়ালে লেখা হয়েছে ভারত বিরোধী স্লোগান। খালিস্তানিদের এভাবে মন্দিরে ভাঙুচর চালানো স্বভাবতই পছন্দ হয়নি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের। তাদের বক্তব্য, মন্দির রাজনীতি করার জায়গা না। অভিযোগ করেন, ভয়ডরহীন ভাবে দুষ্কৃতীরা এই কাজ করেছে। ভিক্টোরিয়া প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তারা।

ভিক্টোরিয়ার হিন্দু কাউন্সিলের সভাপতি মকরন্দ ভাগওয়াত বলেন, ‘কতট মন খারাপ বোঝাতে পারব না, খালিস্তানি প্রচার চালাতে এই নিয়ে দ্বিতীয়বার হিন্দু মন্দিরে ভাঙচুর চালনা হল। বৃহত্তর হিন্দু সম্প্রদায় এই অন্যায় সহ্য করবে না।’ ঘটনায় মুখ খুলেছেন লিবারাল পার্টির সাংসদ ব্র্যাড ব্যাটিন। তিনি বলেন, ‘কোনও ভাবেই আমাদের ভবিষ্যত ঘৃণার উপর নির্মিত হতে পারে না, সভ্যতার দীর্ঘ প্রচেষ্টায় সৌভ্রাতৃত্ব গড়ে উঠেছে। ভিক্টোরিয়ায় বা অস্ট্রেলিয়াতে এই ধরনের কাজের জায়গা নেই।’ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি নিয়েছেন তিনি।

এর আগের ঘটনাটি ঘটে মেলবোর্নে। সেখানে মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে মঙ্গলবার হামলা চালায় খলিস্তানিরা। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদি হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে, হামলার নেপথ্যে রয়েছে খলিস্তানপন্থী ভিন্দ্রাওয়ালার অনুগামীরা। পৃথক খলিস্তান রাজ্যের অন্যতম প্রধান দাবিদার ছিলেন ভিন্দ্রাওয়ালা। অন্তত ২০ হাজার হিন্দু ও শিখকে হত্যা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অপারেশন ব্লু স্টারে তাকে হত্যা করে ভারতীয় সেনা। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্লোগান

২২ ফেব্রুয়ারি, ২০২২
১৮ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ