Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রনির স্লোগান-২: মা’র নাম বাংলাদেশ

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কথা, সুর ও সঙ্গীতের সমন্বয় থাকলেও গানকে গান বলতে চান না আসাদুজ্জামান রনি। রনি তার কণ্ঠে ধারণ করা কথামালার নাম দিয়েছেন ‘শ্লোগান’ যে গানে দেশ ও সমাজ পরিবর্তনের আকাক্সক্ষা থাকে, থাকে প্রতিবাদ, স্বদেশ প্রেমের কথা। শহীদ মিনারের সুরক্ষা ও স্থায়ী শ্রদ্ধাবোধের কথা মনে করিয়ে দিতে গত বছর প্রকাশ পায় তার প্রথম শ্লোগান ‘বিদ্বেষী’। তার এ শ্লোগান প্রতিবাদের ভাষা হয়ে ফিরেছে মানুষের মুখে মুখে। প্রশংসিত সেই শ্লোগানের সূত্রধরে এবার শ্লোগান সিরিজের দ্বিতীয় পরিবেশনা আসছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এই শ্লোগানের নাম দিয়েছেন ‘মা’র নাম বাংলাদেশ’। নতুন এই শ্লোগানে স্বদেশ ভূমি পাহারার কথা যেমন উপস্থিত তেমনি উপস্থিত মা মাটি আর পতাকার ঘ্রাণ, সাগর-রুনীর খুনের বিচারসহ দেশে বিদ্যমান সব অনিয়মের বিরুদ্ধে তিব্র প্রতিবাদ। পেশায় শিক্ষক রনি কাজ করেন সংস্কৃতির নানা মাধ্যমে। স্বপ্নপূরণের দায়বদ্ধতায় শ্লোগান মুখর থাকতে চাওয়া রনির দ্বিতীয় শ্লোগান পাওয়া যাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির অডিও ও ভিডিও নির্দেশনা সমন্বয় করেছে ব্যান্ড শ্লোগান। ‘মা’র নাম বাংলাদেশ’র সুর করেছেন যাদু রিছিল, লেখা ও কণ্ঠ আসাদুজ্জামান রনি নিজেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রনির স্লোগান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ