বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব সুন্দরবনের নাড়িকেলবাড়িয়ার চর থেকে প্রায় কেজি হরিণের মাংসসহ চার জেলেকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে শুটঁকি জেলেপল্লীর একটি ঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, খুলনার পাইকগাছা উপজেলার প্রতাবকাঠি গ্রামের আহসান আলী খানের পুত্র সাফায়েত খান, হরিঢালি গ্রামের জরিব গাজীর পুত্র হোসেন আলী গাজী, কড়ইখালী গ্রামের আঃ গফুর গাজীর পুত্র রনোকুল গাজী, নোয়াকাঠি গ্রামের সোহরাব গোলদারের পুত্র খলিলুর রহমান।
নাড়িকেলবাড়িয়া জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরি জানান, শরণখোলা রেঞ্জের জেলেপল্লী নাড়িকেলবাড়িয়ার চরে খুলনার রেজাউল শেখের লাইসেন্সধারি শুঁটকির জেলেরা গোপনে ফাঁদ পেতে একটি হরিণ শিকার করে। শিকার করা হরিণের কিছু মাংস তারা খেয়ে ফেলে এবং কিছু মাংস হলুদ দিয়ে প্রসেসিং করে মাটির নীচে রেখে দেয়া। তিনি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বনপ্রহরী মোঃ সেলিম মিয়া, বিএম মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস খান, অনুজিৎ কুমার সরকারকে সাথে নিয়ে জেলেদের অস্থায়ী শুঁটকি ঘরে তল্লশি চালান। তল্লাশির একপর্যায়ে আটককৃত জেলেদের ঘর থেকে মাটি চাপা অবস্থায় সাড়ে চার কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় হরিণ শিকারের অপরাদে ওই চার জেলেকে আটক করে বন আইনে মামলা দেয়া হয়। মামলা নং পিওআর ২৪ দুবলা ২০২২-২০২৩। শরণখোলা রেঞ্জে কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন জানান, উদ্ধারকৃত মাংসসহ আটককৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী মাংসের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।