Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণ অবস্থান কর্মসূচির অনুমতি চাইতে ডিএমপিতে যাবে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১:৪৬ পিএম

পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচির অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার ১০ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দুই সদস্যের প্রতিনিধি দল ডিএমপিতে গিয়ে দেখা করবেন এবং গণ অবস্থান কর্মসূচির বিষয়ে অনুমতি চাওয়া হবে।

এরআগে গতকাল সোমবার বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি জন্য অনুমোদন চাওয়া হয়।

গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ