Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুড়িচং উপজেলা প্রশাসনের অভিযানে মাদক ও যৌন উত্তেজক ঔষধ উদ্ধার

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১:০৪ পিএম

মাদক নির্মূলে উপজেলা দিন রাত কাজ করছে বুড়িচং উপজেলা প্রশাসন । এরই অংশ হিসেবে গতকাল কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী গ্রাম লড়িবাগে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ছামিউল ইসলমাম। সঙ্গীয় পুলিশ এসআই জাহাঙ্গীর আলম ও বিজিবি ফোর্স নিয়ে তিনি গত শুক্রবার সকাল ১০ টায় কুখ্যাত ঐ মাদক ব্যবসায়ী লড়িবাগ গ্রামের শাহীনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বসত বাড়িতে রক্ষিত বিপুল পরিমাণ টাপেন্টাল (মাদক), যৌন উত্তেজক সিরাপ, পটকা সহ প্রায় ২৭ লক্ষ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার করে। তবে উদ্ধারকৃত এসমস্ত মাদক ও অন্যান্য মালামালের মালিক শাহীনকে পাওয়া যায় নি। এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালান নির্মূলে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ