Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর চরে বনবিভাগের অভিযান, ২টি ট্রলারসহ ১৬ জেলে আটক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৭:৪৩ পিএম

সুন্দরবন পশ্চিম বন বিভাগের নীলকমল বন টহল ফাঁড়ির সদস্যরা দুবলার চরের কাছে বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পারশে পোনা ধরার অপরাধে দুটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ১৬ জেলে আটক করেছে। আজ বৃহষ্পতিবার সকালে নীলকমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২টি ট্রলার সহ জেলেদের আটক করা হয়। আটক জেলেরা হলেন, পাইকগাছা উপজেলার মিঠু গাজী, আব্দুর রাজ্জাক, টুটুল, ইসলাম গাজী, এনামুল গাজী, আলী হোসেন, আল-আমীন, নুরুজ্জামান, রুহুল আমিন মোল্যা, লিটু গাজী, দাকোপ উপজেলার রুবেল গাজী, আলিহাসান শেখ, জাহাঙ্গীর শেখ, ইউসুফ শেখ, ফজলুর রহমান ও বাচ্চু ফকির।
সুন্দরবনের নীলকমল ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বনের অভয়ারণ্যে প্রবেশ, মাছ শিকার নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে তারা পারশে পোনা নিধন করছিলো।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের হয়েছে। আটক জেলেদের আজ বৃহষ্পতিবার বিকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ