Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

যশোরে কুতথ্য প্রতিরোধে প্রশিক্ষণ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৬:৪২ পিএম

যশোর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য প্রতিরোধে পেশাজীবী ও নাগরিক সমাজকে শক্তিশালীকরণের লক্ষ্যে তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বাঁচতে শেখা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের প্রথম দিনের আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী ড. শান্তনু মজুমদার বলেন, কুতথ্য, গুজব, কূটতথ্য ছড়ানোর মধ্যে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচনে নিয়মিতভাবে সব পক্ষই কুতথ্য ও গুজব ছড়ায়। আগামী নির্বাচনেও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর গুজব ছড়ানোর শঙ্কা আছে। এ বিষয়ে দেশের পেশাজীবী সমাজ ও তরুণদের সতর্ক থাকতে হবে।

ড. শান্তনু মজুমদার আরো বলেন, কুতথ্য, গুজব, কূটতথ্য সমাজকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়। গুজবের ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য থাকে। কখনও কখনও গণমাধ্যমের ওপর ভর করেও কুতথ্য ছড়ানো হয়। এ বিষয়ে সাংবাদিকদেরও সতর্ক থাকা জরুরি।
যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টের (আইইডি) আয়োজনে এ প্রশিক্ষণে স্থানীয় নাগরিক সমাজ সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতাসহ নানা শ্রেণিপেশার ৩০ জন অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষক মোবারক হোসেন, জেলা প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি দীপংকর দাস রতন, যশোর উপশহর কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌল¬াহ, যশোর জিলা স্কুলের শিক্ষক জামাল উদ্দিন, কর্মসূচি সংগঠক মানিক সরকার প্রমুখ।
আলোচনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবারক হোসেন বলেন, কুতথ্য ছড়ানো থেকে রেহাই পেতে ব্যক্তিসচেতনতা বেশি দরকার। সচেতন থাকলে কুতথ্যের মতো সামাজিক বিপর্যয় মোকাবিলা করা সম্ভব হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশিক্ষণ

৩১ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ