Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চালু হচ্ছে ২৪টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০১ এএম

দক্ষ জনশক্তি তৈরি ও রফতানির উদ্দেশ্যে দেশে চালু হচ্ছে ২৪টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। আগামী ২৮ জুলাই গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব টিটিসি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের অপেক্ষায় থাকা মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে গতকাল শনিবার দুপুরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম জানান, প্রশিক্ষণ গ্রহণের ফলে দক্ষ কর্মী রফতানিতে দেশের সুনাম যেমন বাড়বে, তেমনি বাড়বে রেমিট্যান্স প্রবাহ। মানুষকে বিদেশগামী করতে এবং দালালদের দৌরাত্ম্য কমাতে টিটিসি কার্যকর ভূমিকা পালন করবে। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ নভেম্বর ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন শীর্ষক প্রকল্প একনেকে অনুমোদিত হয়। বর্তমানে প্রকল্পটি ১ হাজার ৬৬৭ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চালু হচ্ছে ২৪টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ