Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের ড্রোন ঘাঁটিগুলোতে হামলা রুশ সেনার, নিহত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ১:৩২ পিএম

রাশিয়ান সশস্ত্র বাহিনী স্থানীয় সময় ৩১ ডিসেম্বর মধ্যরাতে যুদ্ধের ড্রোন তৈরির সাথে জড়িত ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প সাইটগুলোতে উচ্চ-নির্ভুল হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ রোববার এ তথ্য জানিয়েছেন।

‘৩১ ডিসেম্বর, ২০২২-এ, রাশিয়ান সশস্ত্র বাহিনী রাশিয়ার উপর সন্ত্রাসী হামলা চালানোর জন্য ব্যবহৃত যুদ্ধড্রোন উৎপাদনে জড়িত ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সুবিধাগুলিকে লক্ষ্য করে দীর্ঘ-পাল্লার উচ্চ-নির্ভুলতা সম্পন্ন মিসাইল হামলা চালিয়েছে। এ পদক্ষেপটি অদূর ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে,’ কোনাশেনকভ জোর দিয়ে বলেছিলেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মধ্যরাতে গোটা পৃথিবী যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, সে সময় ইউক্রেনের রাজধানীতে সাইরেন বেজে ওঠে। একের পর এক ড্রোন দিয়ে আক্রমণ চালায় রাশিয়া। এতে চারজনের মৃত্যু হয়েছে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ